তানভীর পারভেজ
মানুষের আত্যন্তিক জীবন জিজ্ঞাসার সঙ্গে তাঁর শিল্পজিজ্ঞাসা ওতপ্রোতভাবে যুক্ত। এ জিজ্ঞাসা ব্যক্তিসত্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই ব্যক্তিসত্তা ও শিল্পসত্তার মিশ্রণের ফলেই মৌলিক সৃষ্টির উন্মেষ ঘটে। শিল্পীর মৌলিকতা অর্থে শিল্পীর স্বাতন্ত্র সৃষ্টির অভিপ্রায়, প্রকৃতপক্ষে অজ্ঞাত পথে স্মৃতির সঙ্গে ব্যক্তির সংবেদনের যে নিগূঢ় সম্পর্ক সেই মনস্তাত্ত্বিক পর্যায় থেকে উদ্ভাসিত শিল্পকর্মই সেই শিল্পীর স্বাতন্ত্র সৃষ্টি। তাহলে শিল্পের সঙ্গে ব্যক্তির মনস্তাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কিত আবার ব্যক্তিসত্তাকেও নিয়ন্ত্রণ করে মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া,এ কথা বলার অপক্ষো রাখে না, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া শিল্পসত্তা ও ব্যক্তিসত্তার উৎস ভূমি। ব্যক্তিসত্তা ও শিল্পসত্তা আলাদা হলেও এদের মাঝে যোগসূত্রের বন্ধন রচনা করে। সৃষ্টির পথে পা বাড়ালে সেই শিল্পকর্মটি স্বাতন্ত্রের দাবি রাখে। তাই শিল্পীর মৌলিকতা অর্থে সেই সব মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার অপমৃত্য নয় বরং উন্মেষ। জীবন চলার পথে প্রতিনিয়তই মানুষ চারপাশের সমস্যা সমাধানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে। অভিজ্ঞতা মানুষকে পরিশীলিত, পরিমার্জিত করে তোলে ঠিকই কিন্তু তার ব্যক্তিসত্তাকে খর্ব করে না। তাই শিল্পচর্চার পথে ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশের জন্য অনুশীলনের মাধ্যমে আপন অভিজ্ঞতাকে আরো পুষ্ট করতে হয়। কিন্তু এই অনুশীলন যেন মনস্তাত্ত্বিক প্রক্রিয়াগুলেরা মৃত্যু না ঘটায়।
Read more